ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশের সকল থানায় একযোগে আনন্দ উদযাপন করা হয়। উক্ত জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে রাজধানীর মতিঝিল থানায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেন মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব এনামুল হক মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ কমিশনার জনাব জাহিদুল ইসলাম সোহাগ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতিঝিল থানার ওসি জনাব মো. ইয়াসির আরাফাত খান। অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। -এনএনসি
