পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান রমিজ রাজা। ব্যাট প্যাড তুলে রাখার পর বর্তমানে ধারাভাষ্য ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন তিনি। এমন একজনের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান জাতীয় দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এই ক্রিকেটারের মতে, রমিজের চেয়ে তার ১২ বছরের ছেলের ক্রিকেট জ্ঞান বেশি।
কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাফিজকে অবসর নেয়ার পরামর্শ দেন রমিজ রাজা। মূলত সেটির জবাবেই তার ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন হাফিজ।
এই পাকিস্তানি অলরাউন্ডার বলেন, সাবেক খেলোয়াড় হিসেবে রমিজ ভাইয়ের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু আপনি আমার ১২ বছরের ছেলের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন, ওর ক্রিকেট জ্ঞান ও সচেতনতা রমিজ ভাইয়ের চেয়ে বেশি। সে আরো ভালো ক্রিকেট বোঝে।
বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন মোহাম্মদ হাফিজ। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে দারুণ ফর্মে ছিলেন এই অলরাউন্ডার। দুই ইনিংসে মাঠে নেমে ১৫৫ রান করেন তিনি। সেই সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন হাফিজ।
এখনো নিজেকে জাতীয় দলের জন্য যোগ্য হিসেবেই মনে করেন ৪০ বছর বয়সী হাফিজ। এমনকি যত দিন নিজেকে ফিট মনে করবেন ততদিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি। তবে পারফরম্যান্স করতে না পারলে নিজেই দল থেকে চলে যাবেন বলে জানান এ ক্রিকেটার।
হাফিজ বলেন, আমি যদি ফিটনেস কিংবা পারফরম্যান্সের মানদণ্ড পূরণ করতে না পারি অথবা বুঝতে পারে যে পাকিস্তানের জন্য আরো ভালো কেউ প্রস্তুত আছে, তখন আমি খুশি মনেই চলে যাব। আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট।
তিনি যোগ করেন, রমিজ ভাই যদি টাকা দিয়ে নিজের ইউটিউব চ্যানেল বুস্ট করে এসবই করতে চায় তাহলে আমি তাকে আটকাতে পারব না। কিন্তু আমি যতদিন ফিট আছি ও পারফর্ম করতে থাকব, ততদিন পাকিস্তানের হয়ে খেলে যাব।