৫ ফ্রেব্রুয়ারি বাঘারপাড়া থানাধীন ২নং বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুড়া গ্রামস্থ খাজুরা ফিলিং স্টেশন এর সামনে থেকে ৩৬টি গ্রীন ল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁস পাখি উদ্ধার করে যশোর জেলার বাঘারপাড়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শেখ রাসেল(২২), পিতা-মোঃ লুৎফর শেখ, সাং-বগিয়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, রুবেল হোসেন(৩০), পিতা-মৃত ফজেল মাতুব্বর, সাং-খাঁকান্দা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, আঃ রাজ্জাক হাসান(২৬), পিতা-মৃত আব্দুল করিম তালুকদার, সাং-বালিয়াডাঙ্গা, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা ৩ জনকে বাঘারপাড়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন। আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন। -এনএনসি
