সরকারি দপ্তরসমূহে নাগরিক সেবা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ সহজ, ত্বরান্বিত ও অধিকতর কার্যকরী করার লক্ষ্যে আজ ৩১ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার জেলার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ই-নথি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট জনাব মোঃ মশিউর রহমান এনডিসি। অনলাইন প্লাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান। এসময় সংযুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও আইসিটি জনাব মোঃ মামুনুর রশীদ, এটুআই এর প্রতিনিধি ও প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। -এনএনসি