৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলায় কোভিড – ১৯ টিকা গ্রহণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ মহোদয়ের নেতৃত্বে জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টিটু, মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সর্বপ্রথম কোভিড – ১৯ টিকা গ্রহণের মাধ্যমে মৌলভীবাজার জেলায় টিকা গ্রহণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মুহিবুর রহমান, অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ ও অতিরিক্ত দ্বায়িত্ব: হাসপাতাল অনুবিভাগ এবং জনস্বাস্থ্য অনুবিভাগ), স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের নেতৃত্বে টিকা গ্রহণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের সম্মানিত ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ। -এনএনসি