এক অন্ধ ব্যক্তি ব্যাংকে গেলেন টাকা ওঠানোর জন্য, ব্যাংকের দারোয়ান তাকে লাইনে দাঁড় করিয়ে দিলেন।
কিন্তু সমস্যা হলো , অন্ধ ব্যক্তিটি জানেন না যে , তার সামনে আর কতজন বাকী আছে , বা তার সিরিয়াল কখন আসবে, হতে পারে তার সামনে একজন যা অপেক্ষার দশ মিনিট আবার হতে পারে একশত জন,যা অপেক্ষার কয়েক ঘণ্টা!
তবে এটি নিশ্চিত যে, সেই টাকার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে। এবার অপেক্ষার শেষে ক্যাশিয়ার যখন তার হাতে টাকা দিলেন, এখন সেই বুঝতে পারছেন না যে, টাকা গুলো কি আসল দিয়েছে, না নকল টাকা দিয়েছে,
যদি কোন ভাবে নকল টাকা পড়েই বসে, তাহলে তো এই মাসে সংসারে সবাইকে নিয়ে অনেক কষ্ট করতে হবে । আর যদি আসল হয়, তাহলে তো অনেক আনন্দ করে চলতে পারবেন।
ঠিক তেমনি ভাবে, আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি!
আমাদের সামনের লাইন কতটা লম্বা, সামনের সারিতে কতজন অপেক্ষমাণ, সেটা আমাদের জানা নেই ! কারন মৃত্যুর লাইনে আমরা সবাই অন্ধ । ইচ্ছা করলেই আমরা কেউ মৃত্যুর লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে পারবো না! অথবা লাইন ভেঙ্গে পালাতেও পারবো না! কারন মৃত্যুর লাইনে আমরা সবাই অন্ধ !
অপেক্ষার লাইন শেষ হলো, এবার আমোলনামা হাতে পাওয়ার পালা , কিন্তু ভয় হয়, যদি হাতে পাওয়ার পরে দেখি আমোলনামা গুলো জাল ,তাহলে তো কবরে কষ্টের শেষ নেই । আর যদি হয় আসল , তাহলে তো সুখের অভাব নেই ।
তাই আমরা যতক্ষন মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি, আমরা যেন আসল ইবাদতের করতে পারি এবং আমাদের দ্বারায় জুলুম, হত্যা, নির্যাতন, লুণ্ঠন, ঘুষ, দুর্নীতি ও মানুষের হক নষ্ট না হয় ।
মহান আল্লাহ্ পাক আমাদের কে সেই তৌফিক দান করুন!!
#আমিন