মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। এর নাম ‘জননী জন্মভূমি’। এতে মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করেছেন গুণী অভিনেত্রী আনোয়ারা বেগম ও ফারজানা ছবি। আছেন তনামি হক, মাহমুদুল হাসান মিঠু, পীরজাদা হারুন, শেলী আহসানসহ অনেকে।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে।
গল্পটি এমন—বিদেশের মাটিতে বেড়ে ওঠা সন্তান মুক্তি পালক পিতার কাছ থেকে জানতে পারে তার আসল পরিচয়। জানতে পারে, সে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তি সিদ্ধান্ত নেয়, তার জননীর খোঁজে জন্মভূমি বাংলাদেশে আসার। শুরু হয় নতুন এক যাত্রাপথের গল্প। একসময় খুঁজে পায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা রোকেয়াকে। তার হাত ধরে মুক্তি একটু একটু করে ফিরতে শুরু করে অতীত ইতিহাসের পথে। তারপর উন্মোচিত হয় গভীর এক রহস্য।
সিনেমাটিতে রোকেয়া চরিত্রে রূপদান করেছেন আনোয়ারা। তিনি বলেন, ‘করোনাকালীন এই সময়ে আমি সব ধরনের শুটিং বন্ধ রেখেছিলাম। কিন্তু এর স্ক্রিপ্ট ও রোকেয়া চরিত্রটি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। সে কারণে আবার শুটিংয়ে ফিরলাম।’
এতে আনোয়ারার শৈশবের চরিত্রে অভিনয় করেছেন তনামি হক।
চলচ্চিত্রটির অপর কেন্দ্রীয় চরিত্র মুক্তির ভূমিকায় অভিনয় করা ফারজানা ছবি বললেন, ‘এই চরিত্রের মধ্য দিয়ে একজন দর্শক দেখতে পাবেন বাংলাদেশ, বাংলার ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ কিংবা বায়ান্নর ভাষা আন্দোলন। অসাধারণ একটি চরিত্র। পরিচালক নাদিয়া আফরিন এটি আমার কাছে এমনভাবে ব্যাখ্যা করছিলেন, যেন তিনি চরিত্রের মানুষটিকে দেখতে পাচ্ছেন।’জানা গেছে, ‘জননী জন্মভূমি’ চলচ্চিত্র উৎসবের জন্য নির্মিত হয়েছে। টেলিভিশনেও এর প্রিমিয়ার হবে।