মরহুমা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর-ইন-চার্জ কাজী নাবিল আহমেদ এমপি’র শাশুড়ি। তার মুত্যতে বাফুফের সভাপতি কাজী মো: সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটির সদস্য, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মিসেস বদরুদ্দোজা মান্নানের মৃত্যুতে আবাহনী লিমিটেডও শোক জানিয়েছে। আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি’র পক্ষে স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, তার মত্যুতে আবাহনীর পরিচালনা পর্ষদ, সকল কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।