গত ২০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাজধানীর খিলগাও থানার পশ্চিম নন্দীপাড়ায় প্রবাসী আব্দুল্লাহ আল মামুন জুয়েলকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে মিজান ও শাওনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ১০৫৩ নং বাসায় ঢুকে প্রবাসী জুয়েলকে না পেয়ে তার বাসার সব তছনছ করে ফেলে। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একাধিক ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত জুয়েলের চাচাত ভাই তানভির রহমানকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে প্রবাসী জুয়েলের প্রতিবেশিদের সহায়তায় স্থানীয় খিলগাও থানাপুলিশ সন্ত্রাসীদের ৬ জনকে হাতে নাতে আটক করতে সক্ষম হন। মিজান, শাওন ও ধৃত ৬ জনসহ মোট ১১ জনের নামে প্রবাসী জুয়েলের চাচাত ভাই মোঃ আহসান হাবীব বাদী হয়ে খিলগাও থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৭৪/২১/৩/২১।
আসামী পক্ষ থেকে প্রবাসী জুয়েলকে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে বলে প্রবাসী জুয়েল প্রাণের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। পলাতক আসামী মিজান, শাওন ও বাধনসহ বাকী আসামীদেরকে আইনের আওতায় না আনা গেলে যেকোনো সময়ে প্রবাসী জুয়েল ও তার পরিবারের অন্যসব সদস্যদের জীবনে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে তার স্বজনরা, প্রবাসী বন্ধু-বান্ধব ও তার প্রতিবেশিগণ। তারা অতিসত্ত্বর মিজান, শাওন ও বাধনসহ পলাতক সব আসামীদের আইনের আওতায় এনে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আব্দুল্লাহ আল মামুন জুয়েল যাতে ন্যায় বিচার পেতে পারে তার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
-খবর এনএনসি