বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে পেছেনে ফেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ শুক্রবার জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট তুলে নেন তিনি। এতে করে মাশরাফির ২৭০ উইকেটের মাইলফলক ছাড়িয়ে যান সাকিব।
আজ শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ে রান তাড়া করতে নেমে শুরুতেই পেসারদের তোপে খেই হারায়। সাকিব যখন স্পেলে আসেন, ক্রিজে ছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর। তাকে তাসকিনের তালুবন্দি করেন সাকিব। পরে রায়ান বার্লকেও আফিফের তালুবন্দি করেন তিনি।
এরপর মুজরাবানিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে তৃতীয় শিকার ধরেন সাকিব। উইকেটের যাওয়া আসার মাঝেও ৪৭ বলে ঝড়ো ফিফটি তুলে নেন চাকাভা। সেই চাকাভাকে ৫৪ রানে ফিরিয়ে নিজের খাতায় চার উইকেট লেখান বাংলাদেশি পোস্টার বয়। তার পঞ্চম শিকার রিচার্ড এনগ্রাভা।
আজকের ম্যাচে ৫ উইকেট শিকার করে মাশরাফির পাশে বসেন সাকিব। দেশের হয়েই এত উইকেট শিকারের মালিক তিনি। তবে, মাশরাফির ২৭০ উইকেটের মধ্যে একটি এশিয়া একাদশের হয়ে। তাই এই পেসারকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট এখন সাকিবের।