সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি। এই দলের রং নীল। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি, তাদের রং লাল, যারা এবারের নির্বাচনে হেরেছে।
তাই তো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা মজা করে একটি কোলাজ ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে মার্কিন নির্বাচন নিয়ে লিখেছেন, ‘লাল না হয়ে নীল হলো ক্যান?’, যেটা জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবের ‘হোক কলরব’ গানের একটা লাইন। অর্ণব ও মিথিলা সম্পর্কে ফুফাতো-মামাতো ভাইবোন। মিথিলার পোস্টে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা হাসির ইমোজি দিয়েছেন।
গত বছর বহু আলোচনার পর ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সৃজিত-মিথিলা। এরপর মধুচন্দ্রিমা সেরেছেন সুইজারল্যান্ডে। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিয়ের পর সেভাবে সংসার করা হয়ে ওঠেনি দুজনের। করোনার বাধা মাড়িয়ে ১৫ আগস্ট বিশেষ অনুমতি নিয়ে সড়কপথে শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন এ অভিনেত্রী।