১৩ জানুয়ারি Buddhadev Sinhaর আইডি থেকে খুলনার রূপসা উপজেলা নির্বাহী অফিসারকে মেসেঞ্জারে দুটি শিশু (১টি মেয়ে ১ টি ছেলে) সেনেরবাজার ডাচবাংলা ব্যাংকের সামনে অবস্থান করছে বলে জানায়। পরদিন ১৪ জানুয়ারি সকালে সেখানে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নিজেই গিয়ে তাদের না পেয়ে পাশের একটা ওষুধের দোকান মালিককে এবিষয়ে জানান হয়। পরে দোকান মালিকের প্রচেষ্টায় আইসি, আইচগাতী ক্যাম্প ও আইচগাতী ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়দের সহায়তায় ইউএনও অফিসে নিয়ে আসা হয়।
বাচ্চা দুটি খুবই অস্বাভাবিক আচরণ করছিলো এবং অসংলগ্ন কথা বলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ এসে চেক আপ করেন। ঘাম টানায় সারা মুখে দাগ পড়েছিল। ছেলেটা কিছুটা নেশার ঘোরে ছিল। ভূমি অফিসের রাশিদা খালার সহায়তায় গোসল করিয়ে নতুন কাপড় দেয়া হয়। খাওয়া দাওয়া সহ অন্যান্য সেবা দেয়া হয়।পরবর্তীতে খুলনা জেলা প্রশাসকের নির্দেশে রূপসা থানার সহযোগিতায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূণর্বাসন কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখানে তারা যেতে চাচ্ছিল না।এক সপ্তাহ পরে তাদেরকে দেখতে যাওয়ার আশ্বাস দেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার। যাওয়ার আগে তাকে ধরে চুমু খেলে অফিসজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। -এনএনসি