শুক্রবার (১৬ মে) দলটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। তারা অবিলম্বে এসব আলোচনা, চুক্তি ও প্রস্তুতি বন্ধের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ‘রাখাইন করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও নীতিনির্ধারকদের বক্তব্য জনমনে গভীর আতঙ্ক ও শঙ্কা তৈরি করেছে। এ ধরনের জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সর্বসম্মত জাতীয় ঐকমত্যের প্রয়োজন রয়েছে।’
খেলাফত মজলিসের বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার রাখাইনে তথাকথিত মানবিক করিডরের নামে বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতায় যে ইতিবাচক অবস্থান নিয়েছে তা উদ্বেগজনক। সীমান্তঘেঁষা এই অঞ্চলে বিদেশি উপস্থিতি উপকূলীয় নিরাপত্তায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করবে।’