স্পোর্টস ডেস্ক : [২] কোপা আমেরিকা কাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে নামার আগে বন্ধু লিওনেল মেসির সঙ্গে কথা হয়েছিল তার। ম্যাচ সেরা হয়ে এমনটাই জানালেন তিনি।
[৩] ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ম্যাচে চোটের কারণে খেলতেই পারনেনি ডি মারিয়া। ২০১৫ কোপার ফাইনালে চিলির বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। তবে ২৯ মিনিটে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। ২০১৬ সালের ফাইনালেও সুবিধা করতে পারেননি। তবে ব্রাজিলের বিপক্ষে এবারের কোপার ফাইনালে ঠিকই জ্বলে উঠলেন।
[৪] দিনটা কখনও ভোলার মতো নয়। মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমিও তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমাকে বলেছিলেন, এটা আমার ফাইনাল হতে পারে। আমি যেসব ফাইনালে ভালো করতে পারেনি সবগুলোর প্রতিশোধের মতো। দিনটা আজই আমার হওয়ার কথা ছিল। সেটাই হলো।
[৫] এবারের কোপায় কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করেছেন। সুযোগ পেয়েই গোল তুলে নিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর এই তারকা ফরোয়ার্ড। – গোল ডটকম/ আরটিভি