মুখের ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনন্য ইতিহাস গড়েছে বাঙালি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান গেয়ে শহীদদের স্মরণে বুকে কালো ব্যাজ ধারণ করে, শ্রদ্ধার ফুল হাতে মানুষের পদযাত্রা চলে শহীদ মিনার অভিমুখে। সরকারি ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ করা হয় একুশের আত্মত্যাগ ও মহিমা।মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা।
আজ রবিবার ৮ ফাগুনে ২০২১ এর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক আর গর্বের মহিমান্বিত দিবসে ম্বাধীনতার ৭১ প্রজন্ম পূণর্বাসন সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম, মহাসচিব মোঃ হুমায়ূন কবির ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মুইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুম বিল্লাহ জাতীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।