রহস্যময় গভীর নিঝুম রাতের আঁধারে
বনের গাছগুলো দাঁড়িয়ে থাকে নিজেদের লুকিয়ে
এরই মাঝে হেঁটে যায় ভেতরের মন
চারপাশের অনভ্যস্ত দৃশ্য নিস্তব্ধ নিকষ কালো রাত
মাঝে মাঝে এলোমেলো অচেনা দমকা হাওয়া
ঝরেপড়া পাতাদের মর্মর শব্দ
বুনোফুলের আকুলি বিকুলি করা মিষ্টি গন্ধ
অকস্মাৎ টের পাই বুকের ভেতর কেমন করা এক কষ্ট
তারপরও কি অদ্ভুত খেলা মন আর প্রকৃতির।
রাত শেষে সোনামাখা রোদে সুখের মোম
গলে গলে পড়ে অজানা নরোম সুখে
তবুও গ্লানিযুক্ত মন তীব্র ক্লান্তিতে
কখনো নুয়ে পড়তে চায় শ্রান্তিতে
এ সময় কিরকম এক অদ্ভুত অন্তর্ঘাতমূলক
ব্যাকুলতা তোমাকেই কাছে পেতে চায়।
যদিও চারদিকে বার্ধক্য চাহনির মতো
ঘোলা রোদের কি অপূর্ব সমন্বয়।