আসামি মিজানুর রহমানকে (২২) থানায় নিয়ে এলে ১১ বছরের ভুক্তভোগী মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে । গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় এই ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি মো. মাসুদ রানা বলেন, গত ২৭ ডিসেম্বর ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির বাবা নিজের ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে কাজে যায়।মেয়েটির মাও বাড়িতে ছিলনা। খালি বাড়িতে পেয়ে ২৭ ডিসেম্বর মিজানুর শিশুটিকে ধর্ষণ করেন। গতকাল দুপুরে মিজানুরকে আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির বাবা।
সাদুল্লাপুর থানার পুলিশ জানায়, ওই রাতেই মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর রাত সাড়ে ৯টার দিকে মিজানুরকে যখন থানায় আনা হয়, তাঁকে দেখেই অচেতন হয়ে পড়ে মেয়েটি।