ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩ লাখ ৯৪ হাজার ৬৮ জনে পৌঁছেছে। দেশে এ পর্যন্ত ৯৯ হাজার ৭৭৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
সরকারি সূত্রে প্রকাশ, গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮১ হাজার ৪৮৪ টি নয়া সংক্রমণ ও একইসময়ে ১ হাজার ৯৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত মোট ৫৩ লাখ ৫২ হাজার ৭৮ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছে। এরফলে বর্তমানে ৯ লাখ ৪২ হাজার ২১৭ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
এদিকে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে বাঁকুড়া জেলার ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে (৫২) মারা গেছেন। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় করোনা আক্রান্ত হয়ে কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ১১ টায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রী তাপস রায়ের স্ত্রী ও মেয়ে হোম আইসোলেশনে রয়েছেন। এরআগে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও দমকল মন্ত্রী সুজিত বসু করোনায় আক্রান্ত হন। যদিও করোনাকে জয় করে দু’জনেই সুস্থ হয়ে উঠেছেন।সূত্র:পার্সটুডে