ভারতে একদিনেই নতুন করে প্রায় ৬৭ হাজার মানুষের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৯শ’ মানুষের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৬ হাজার ৯৯৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত ২৩ লাখ ৯৬ হাজার ৬৩৭ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইতালিকে পেছনে ফেলে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত। যদিও মৃত্যুর হার ওই সব দেশগুলোর তুলনায় ভারতে অনেকটাই কম।
দেশটিতে করোনা রোগী শনাক্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত পাঁচ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩ লাখ ১৪ হাজার ৫২০ জন। সংক্রমণ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে এখন মোট আক্রান্ত ২ লাখ ৫৪ হাজার ১৪৬ জন।
এদিকে আক্রান্তের সংখ্যা বাড়লেও, করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক বলে মনে করছেন দেশটির কর্তৃপক্ষ। প্রতিদিন সুস্থ হয়ে ওঠার হারটাও বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১৬ লাখ ৯৫ হাজার ৯৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে সুস্থতার হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।