জমি নিয়ে বিরোধের জেরে আপন তিন ছোট ভাই মিলে বড় ভাইকে খুন করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার হবিগঞ্জ সদর থানার সুখচরে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনায় অভিযুক্ত তিন ভাইকে আটক করেছে র্যাব। পরে তাদের থানায় সোপর্দ করলে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এর মধ্য প্রধান আসামি জয়নাল মিয়াকে ঢাকার মগবাজার, বিলাল মিয়াকে কামরাঙ্গীরচর ও আকছির মিয়া হবিগঞ্জের বাহুবল থেকে আটক করে র্যাব।
আজ বুধবার দুপুরে সিলেট র্যাব-৯ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক জানান, গত ৬ মে দুপুরে পূর্ব শত্রুতার জেরে আসামিরা ১৫-১৬ জন সহযোগীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুখচর গ্রামের শাহজাহান মিয়ার ওপর আক্রমণ করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মুমিনুল হক জানান, হামলায় আরও কয়েকজন গুরতর আহত হন। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে নিহতের স্ত্রী হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই ভাইদের হাতেই শাহজাহান মিয়া নিহত হন।
র্যাবের এ কর্মকর্তা বলেন, হামলায় ব্যবহৃত আলামত উদ্ধার ও পলাতক আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে র্যাব। আটক তিনজনকে র্যাব হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করলে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।