ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ১৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৪১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৪ কোটি ৯৭ লাখ টাকা।
সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটি ৯৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এমটিবি ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ, ব্রাক ব্যাংক, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এম.এল ডাইং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, রুপালী লাইফ, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।সূত্র:অর্থসূচক