১৪ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ১টি অবৈধ ইটভাটার মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ৪,০০,০০০/- টাকা জরিমানা করে তা আদায় করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে ইট ভাটা পরিচালনা করা হবে মর্মে লিখিত মুচলেকা আদায় করা হয়। পাশাপাশি আজ মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরা করা, হেলমেট ও লাইসেন্স ব্যতীত যানবাহন চালনা প্রভৃতি নানাবিধ অপরাধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ জন ব্যক্তিকে সর্বমোট ৩,৮০০/- টাকা জরিমানা করা হয় এবং শহরে ১টি কাগজপত্র বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। -এনএনসি
