আজ ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় শোক দিবস। তারই অংশ বিশেষ বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ভার্চুয়াল জাতীয় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, এম.পি, বিশেষ অতিথি হিসেবে অসাধারণ একটি কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন কবি মাহবুব হাসান সালেহ, রাষ্ট্রদূত বেলজিয়াম। অগণিত গুণীজন ও রাজনীতিবিদগণ বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ড. আবদুস সোবহান গোলাপ, এম.পি তার ব্যক্তিগত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন- আওয়ামী লীগের দুঃসময়ে যারা শেখ হাসিনার পাশে ছিলেন তাদের মধ্যে একজন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু। এসময়ে এক আবেগঘন মূহুর্তের অবতারণা হয়। প্রবাসের সকল আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি তিনি ধন্যবাদের সাথে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে শেখ হাসিনার দীর্ঘায়ূর জন্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সাথে শাহাদাত বরণকারিদের জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠনটির সঞ্চালনায় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মনির রহমান পলিন। -এনএনসি
