প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বৃষ্টি অব্যাহত থকায় ম্যাচের ফলাফল তো দূরের কথা কোনো ক্রিকেটারই নিজেদের ঝালিয়ে নিতে পারেননি। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে শ্রীলঙ্কার একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্রতেই শেষ হলো।
বুধবার বিকেএসপিতে মাত্র ১০.৫ ওভার খেলা হয়েছে। আগের দিন খেলা হয়েছে ৮.৩ ওভার। সব মিলিয়ে ১৮.২ ওভার খেলে এক উইকেট হারিয়ে ৫০ রান করতে পারে শ্রীলঙ্কা।
বাংলাদেশের একমাত্র সফলতা আসে প্রথম দিন। অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ব্যক্তিগত ২ রানে ফেরান মুকিদুল ইসলাম।
শ্রীলঙ্কার ওপেনার ওশাদা ফার্নান্দো ৬৮ বলে ৩টি চারের সাহায্যে ২৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া কুশল মেন্ডেস ২৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন।