বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন এর উদ্যোগে অনলাইন পোল্ট্রি বাজার চালু হতে যাচ্ছে। এর ফলে খামারিরা উৎপাদিত রেডি মুরগীর মাংস ও ডিম বিক্রির একটি অনলাইন মাধ্যম পাবে। পাশাপাশি ক্রেতাগণ নিজেদের ইচ্ছামত যেকোন খামারিদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে। ফলে খামারিদের পণ্য বিক্রির নিশ্চয়তা হবার ফলে পোল্ট্রি শিল্প লোকসানের হাত থেকে রক্ষা পাবে। এই ব্যাপারে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন এর সভাপতি মোঃ সুমন হাওলাদার এর সাথে কথা বলে উনাদের অনলাইন পোল্ট্রি বাজার পরিকল্পনা সম্পর্কে যা জানা গেলো-
১) এই ডিজিটাল প্লাট ফর্মের মাধম্যে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে খামারিরা অবদান রাখতে পারবে।
২) খামারিদের উৎপাদিত রেডি মুরগীর মাংস ও ডিম দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা।
৩) পাশাপাশি এই ডিজিটাল প্লাট ফর্মের মাধম্যে খামারিদের মুরগীর সুরক্ষা নিশ্চিত করা।
৪) সকল খামারি ও ডিলারদের শতভাগ বিমা নিশ্চিত করা।
৫) বাংলাদেশ পল্ট্র্রি এসোসিয়েশনের আওতাভুক্ত সকল খামারি ও ডিলারদের স্বার্থ সংরক্ষণ ও তাদের মধ্যে পারস্পারিক একতা, সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা রক্ষা করা।
৬) এই ডিজিটাল প্লাট ফর্মে পণ্য সরবরাহের ব্যবস্থা নিশ্চয়তা করা।
