ঢাকা বুধবার, ১ ডিসেম্বর ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা রাজধানীর সেগুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম শাহীর সঞ্চালনায় এবং আজহারুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বিএমএসএফের অগ্রযাত্রাকে বেগবান করতে নানামূখী পরিকল্পনাসহ নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার দাবি করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
বক্তব্য রাখেন আইন উপদেষ্টা এড. কাওসার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন, সহ-সভাপতি মাহবুবুল আম্বিয়া ও ড. সাজ্জাদ চিশতী, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, সহ-সম্পাদক আব্দুল হামিদ খান, সহ-সম্পাদক সোহাগ আরেফিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এমএ আকরাম, এনামুল কবির সোহেল, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, কলিম এম জায়েদী, মাসুম তালুকদার, জুয়েল খন্দকার, শারমিন সুলতানা মিতু, রিয়াজুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ্ব মাসুম বিল্লাহ, খালেকুজ্জামান পান্নু, বেলাল তালুকদার প্রমূখ।
সভায় সংগঠনের গঠনতন্ত্র সংস্করণ, ব্যাংক একাউন্ট সচল করা সহ সংগঠনের উন্নয়নকল্পে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। -এনএনসি