বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন ২০২১ ইং হইতে “করবো খামার গরবো দেশ, বেকার মুক্ত বাংলাদেশ” এই কথা মাথায় রেখে দিন রাত কাজ করে আসছে। বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন। ডিলার ও খামারিদের উন্নত সেবা ও সুষ্ঠ বাজার পরিচালনার জন্য মাঠ পর্যায় কাজ করে যাচ্ছে। এই বিষয়ে
বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন এর সভাপতি
মো: সুমন হাওলাদার এর সাথে কথা বলে জানা যায় যে উনাদের পরিকলপনা সম্পর্কে।
বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন যে সকল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে তা হচ্ছে……..
ক) দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান নিশ্চিত করন।
খ) এটি একটি সেচ্ছাসেবী বেসরকারী, অরাজনৈতিক ও সমাজসেবা মূলক প্রতিষ্ঠান।
গ) নিরাপদ পোল্ট্রি ডিম ও মাংস উৎপাদনে খামারীদের সার্বিক সহযোগিতা করা।
ঘ) পোল্ট্রি ব্যবসার সাথে সম্পৃক্ত সকলের স্বার্থে একযোগে কাজ করা।
ঙ) পোল্ট্রি শিল্পের বিকাশ ও মান উন্নয়ন নিশ্চত করা।
চ) সকল খামারী ও ডিলারদের শতভাগ বিমা নিশ্চিত করা।
ছ) বাংলাদেশ পোল্ট্রি ডিজিটাল প্লাটফর্ম তৈরী করা (খামারী ও ডিলারদের এবং সকল প্রকার পোল্ট্রি ব্যাবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে)।
জ) খামারীদের উৎপাদিত রেডী মুরগির মাংস ও ডিম দেশের চাহিদা পূরন করে বিদেশে রপ্তানির ব্যাবস্থা করা।
ঝ) প্রান্তিক খামারী ও ডিলারদের ব্যবসায় স্বাধীনতা সংরক্ষণ করা।
ঞ) বাংলাদেশ পল্ট্র্রি এসোসিয়েশনের আওতাভুক্ত সকল খামারী ও ডিলারদের স্বার্থ সংরক্ষণ ও তাদের মধ্যে পারস্পারিক একতা, সৌহার্দ্য, সম্প্রীতি , সহমর্মিতা ও তাদের সার্বজনীন কল্যাণে তৎপর থাকা।
মো: সুমন হাওলাদার আরো বলেন ২০২২ সালের ভিতরে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে লসের হাত থেকে রক্ষা করা এবং একটি ব্যাবসায়িক বান্ধব পোল্ট্রি সংগঠন পরিচালনা করা।