Rajapurer Baul Salma: ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বিষখালী নদী ভাঙ্গন কবলিত পালট গ্রামের প্রতিবন্ধী আঃ বারেকের স্ত্রী কুলসুম বেগম। দীর্ঘদিন ধরে স্বামী বারেক অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকায় স্ত্রী কুলসুম জীয়ের কাজ ও ভিক্ষা করে সংসার চালিয়ে আসছে। কোন সন্তান নাই কুলসুম ও বারেকের সংসারে। অন্যদিকে বার বার নদী ভাঙ্গনে বসতঘর পরিবর্তন করে সর্বশেষ অবস্থায় অন্যের জায়গায় খুপড়ি ঘর তৈরী করে বসবাস করে আসছে অসহায় কুলসুম দম্পতি।এমতাবস্থায় একটু বসত গৃহের আকুতি করছে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে। -এনএনসি
