গত এপ্রিলের ২৫ তারিখ বিকেলে রাজধানীর বংশাল চৌরাস্তা থেকে সুমা তার দুই বছরের মেয়ে রাশিদাকে হারিয়ে বংশাল থানায় সাধারণ ডায়েরি করেন। ৬ দিন পর পুলিশ কেরাণীগঞ্জের কদমতলী শহীদ নগর এলাকার একটি বাসা থেকে রাশিদাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। ততক্ষণে শিশুটির চেহারা পাল্টে দেয় শিশু অপহরণকারি নীলা বেগম (৩০)। বর্বর ওই নারী পিশাচকে গ্রেফতার করতেও সক্ষম হয়েছেন বংশাল থানা পুলিশ।
শিশু রাশিদার শুধু নাক চোখই ফুলা নয়; তার নিতম্বেও আঘাতের চিহ্ন দেখা যায়। বিকৃত অসুস্থ্য শিশুদেরকে লোকে বেশি ভিক্ষা দেয় বলে রাশিদাকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের জন্যই অপহরণ করেছিল নীলা।