বরিশালে পুলিশ কর্মকর্তার ওপর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাঈদ আহম্মেদ মান্নার নেতৃত্বে হামলা খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমি সংক্রান্ত একটি অভিযোগ তদন্তে কোতয়ালি থানা পুলিশের ওসি (অপারেশন) আনোয়ার হোসেন এবং এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে মুসলিম গোরস্থান রোডে যান। এসময় কাউন্সিলর মান্না বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয় বাসিন্দা মৃত চাচা বিমল বিশ্বাসের ছেলে নিক্কন বিশ্বাস (৪৮) নামের ব্যক্তির পক্ষে অবস্থান নেন এবং লোকজন নিয়ে ওসি-এসআইকে অকথ্য ভাষায় গালাগালি করাসহ হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তাদ্বয়ের মোবাইল ফোন ছিনিয়ে নেন। খবর পেয়ে থানা থেকে বিপুলসংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করলেও কাউন্সিলর পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে এনএনসিকে জানান, ২১ নম্বর ওয়ার্ডের মৃত বিধান বিধান বিশ্বাসেরর ছেলে বিলাস বিশ্বাস (৪৮) তাদের জমিতে দেয়াল দেওয়ার বিষয় তুলে ধরে চাচাতো ভাই নিক্কন বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সেই অভিযোগটি তদন্তে ওসি আনোয়ার এএসআই মিজানুর রহমানকে সাথে নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান এবং দেওয়ার নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখতে বিলাস বিশ্বাসকে নির্দেশ দেন। ঘটনাপ্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানায়, এই খবর পেয়ে কাউন্সিলর মান্না বেশকিছু লোক নিয়ে ঘটনাস্থলে আসেন এবং পুলিশ কেন তার এলাকায় আসছে তা নিয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। এতে পুলিশ সদস্যরা প্রতিবাদ জানান এবং তাদের সাথ্যে অসৌজন্যমূলক আচারণের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে মুঠোফোন হাতে নিয়ে কাউন্সিলরের সহযোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এবং ওসি আনোয়ার ও এএসআই মিজানসহ অপর এক পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে তাদের তিনজনের মুঠোফোন নিয়ে যায়। পরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য গিয়ে ঘটনাস্থল থেকে তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পুলিশের কাজে বাঁধা দেওয়ার এই ঘটনায় কাউন্সিলরসহ জড়িতদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হবে বলে ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন হামলার শিকার পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন। এই বিষয়ে জানতে মেট্রোপলিটন পুলিশ উপ-কমিশনার (ডিসি/দক্ষিণ) মোকতার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বরিশালটাইমসকে জানান, বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। বিষয়টিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালের এই ন্যাক্কারজনক ঘটনায় জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হয়। এধরণের আচরণ কারো কাম্য হতে পারেনা। পুলিশের সাথে এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ আইন শৃঙ্খল পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেন এনএনসি প্রেসিডেন্ট ও সংগ্রহ বার্তার সম্পাদক আলহাজ্ব মাসুম বিল্লাহ
– খান আরিফ, এনএনসি বরিশাল