স্বাধীন চেতনাকে এই ভাবে
করলে খাঁচায় বন্দি !
স্বাধীন বাংলায় চলবে কি তাহলে
দুর্নীতি দূরভিসন্ধি ?
স্বাধীনতার পঞ্চাশের পরেও
দুর্নীতি হয় যদি,
তবে কেন ৩০ লক্ষ বুকের
রক্তে ভেসেছিল নদী?
সাংবাদিকতার কন্ঠরোধ করতে
হয় যদি উদ্যত,
জেনে রেখ তবে এদশেটা কভু
হবেনা আর উন্নত।
সৎ ও সাহসী সাংবাদিকতা
এভাবে হলে নিঃশ্বেষ,
অপরাধিদের অভয়ারণ্যে
পরিণত হবে এদেশ।
অন্যয়ের কাছে অপমানিত
হয় যদি ন্যায় নীতি,
ম্লান হয়ে যাবে সব সফলতা,
সনদ আর স্বীকৃতি।