সাল ২০০৭। বলিউডের কিং খান শাহরুখ খানের হাত ধরেই ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডের রেড কার্পেটে যাত্রা শুরু করে দীপিকা পাড়ুকোন। ১৩ বছরে পাশার দান পালটে গেছে। শাহরুখ নিজের ফ্লপ সিনেমার তকমা ঘুচাতে তাই বেছে নিলেন সেই দীপিকাকেই।
ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুযায়ী, ২০০ কোটি রুপি বাজেটের ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে প্রায় তিন বছর পর বড় পর্দায় আবারও অভিনয় করতে চলেছেন শাহরুখ।
‘অ্যাকশন-ড্রামা’ ধাঁচের এই সিনেমায় তাই কোন রিস্ক নিতে চান না শাহরুখ। সে কারণেই, সিনেমায় নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গোনা নারী তারকা দীপিকাকে।
সেক্ষেত্রে বলিউডের বাদশাকে গুনতে হবে ১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১৭ কোটি ১৭ লাখ টাকা।
তবে, দীপিকার পুরনো রেকর্ড অনুযায়ী সিনেমার সাফল্য নিয়ে হয়তো এবার আশাহত হতে হবে না শাহরুখকে।
‘পাঠান’ সিনেমাতে শাহরুখ ও দীপিকা ছাড়াও ‘খলনায়ক’ এর চরিত্রে থাকছে জন আব্রাহাম। এই ছবিতেই প্রথমবারের মতো জন আর শাহরুখকে একসঙ্গে দেখা যাবে। এমনকি, ছবির একটি অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।