আগের দিন হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার এ ফুটবল পরাশক্তিকে ১-১ গোলে রুখে দিয়েছে প্যারাগুয়ে। তবে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে ব্রাজিল ঠিকই জয় তুলে নিয়েছে। নেইমার হীন সেলেসাও শিবির ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের হয়ে একমাত্র জয় সূচক গোলটি করেন রবার্তো ফিরমিনো। ৬৭তম মিনিটে তার গোলেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বিশ্ব ফুটবলের অন্যতম এ পাওয়ারহাউজ।
সাও পাওলোতে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেননি প্যারিস সেন্ট জার্মেই’র ফুটবল সুপারস্টার। পায়ের ইনজুরির কারণে মন্টিভিডিওতে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও খেলবেন না এ তারকা স্ট্রাইকার।