স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নির্মাণাধীন মসজিদ ভাংচুর করে মসজিদের জায়গা দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন যার নং ২৯১ অত্র মসজিদ কমিটির পক্ষে মোতাওয়াল্লী হাজী মো: ইউসুফ আলী। জিডি সুত্রে জানা যায়, ফতুল্লা দাপা ইদ্রাকপুর খাঁ বাড়ি এলাকায় দাপা ইদ্রাকপুর মৌজার সিএস ৯৫ এসএ ৩২ আর এস ২২০ বিশ নং খতিয়ানভুক্ত সিএস ও এসএ ৫৪২, আর এস ৮৪৪ নং দাগে ০৭৩৩ অযুতাংশ সম্পত্তিতে মসজিদ নির্মাণের জন্য ওয়াকফা করেন মো: ইয়াকুব হোসাইন। আল আক্সা জামে মসজিদ নামে বাশেঁর খুটি ও পাটাতন দিয়ে তৈরী করে মসজিদ প্রতিষ্ঠা করেন।
বেশ কিছুদিন যাবত মসজিদের জায়গা দখলের জন্য পায়তারা করে আসছে একটি চক্র। এ চক্রটি দীর্ঘ দিন যাবত বিভিন্ন জায়গায় সাইন বোর্ড লাগিয়ে সাধারন ভূমি মালিকদের জায়গা দখল করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ পাওয়া যায়।
জিডি সূত্রে আরো জানা যায়, মসজিদের জায়গা দখলের জন্য ৬ই জুলাই গভীর রাতে নির্মাণাধীন মসজিদে হামলা চালিয়ে ভাংচুর করে এই বাহিনী। এ বিষয়ে আজ দুপুরে ফতুল্লা মডেল থানায় ছয় জনের নাম উল্লেখ করে জিডি দায়ের করেন মসজিদের মোতাওয়াল্লী হাজী মো: ইউসুফ আলী। অভিযুক্তরা হলেন ১। মো: অপু হোসেন খাঁ (৪৫) ২। মো: আবুল হোসেন খাঁ (৪৮) ৩। আবু সাইদ খাঁ (৪৭) সর্ব পিতা মৃত রহমত আলী খাঁ ৪। মো: সুভ খাঁ (১৯) পিতা মো: অপু হোসেন খাঁ সর্ব সাং দাপা ইদ্রাকপুর ৫। শামীম ভেন্ডার (৪০) পিতা মো: সাহাব উদ্দিন সাং শিয়াচর লাল খাঁ ৬। মাহেদুল ইসলাম বাবুল (৪৫) পিতা মো: পান্দে আলী সাং আলীগঞ্জ মসজিদ রোড সহ অজ্ঞাত নামা ১০ থেকে ১৫ জনের একটি বাহিনী গভীর রাতে মসজিদটি ভেঙ্গে ফেলে।
মসজিদ ভাঙ্গার খবর পেয়ে মোতাওয়াল্লী হাজী মো: ইউসুফ আলী সহ এলাকার মুসুল্লিরা ভাংচুর কারীদের বাধাঁ দিলে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে হামলা কারীরা চলে যায়। এ বিষয়ে আইগত ব্যবস্থা নিতে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন ইউসুফ আলী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন ,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।
অঃঃধপযসবহঃং ধৎবধ