বাকেরগঞ্জের বাখরকাঠীতে মাদকের আঁতুড়ঘরে পরিণত হয়েছে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠি গ্রামে মাদকের আঁতুড়ঘরে পরিণত হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে যুবসমাজ মাদকের ছোবলে আর এই মাদকের অর্থ যোগান দিতে বেছে নিয়েছে চুরি ছিনতাই। সরজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায় বাখরকাঠী গ্রামের কিছু যুবক মিলে মাদক বিক্রি ও মাদক সেবন সহ নানা অপকর্মের সাথে দিনদিন জড়িয়ে পড়েছে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরা মাদক বিক্রির কাজে ব্যবহার করেছে বিভিন্ন ধরনের কৌশল। এদের মধ্যে অন্যতম হলো ইউসুফ গাজীর পুত্র আলী গাজী বাহার খানের কুপুত্র তামিম খান এদেরই ছত্রছায়ায় চলে বাখর কাটিতে মাদকের নৈরাজ্য এরা এলাকায় সন্ত্রাসী মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এদের রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না এরা নেশা করে যখন তখন যাকে খুশি তাকে গালিগালাজ করে মানে না কোন সমাজের নিয়ম-নীতি মাদক সেবন করে বিভিন্ন সময় হাটে বাজারে রাস্তাঘাটে সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এক কথায় বলতে গেলে এদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। ঘটনা সুত্রে জানা যায় এই বাহিনী দিনে রাতে সবসময় নেশায় দুবে থাকে এদের নেশাই হলো পেশা। মাদকদ্রব্য বিক্রয় করে চলে। আর এদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। -এনএনসি
