মোঃরাজিব তালুকদার: দক্ষিণ বাংলার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ১৩ই অক্টোবর১৯৮৯ ইং সনে জন্ম গ্রহন করেন কবি সুকুমার মন্ডল কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে পিতৃালয়ে তার জন্ম হয়।
কিন্তুু তার জীবনের অধিক সময় অতিবাহিত হয় কাঠালিয়ায় আমরিবুনিয়া গ্রামে মাতুলালয়ে এখন সেখানে তার বাসভূমি।আমুয়া বন্দর এবং বিষখালী নদীর কাছাকাছি এই গ্রাম। অষ্টম শ্রেণি থেকে লেখা শুরু করেন কবি শুকুমার মন্ডল। ২০০৫ সাল থেকেই তার লেখা আরম্ভ করেও এ পর্যন্ত কোন কবিতার বই প্রকাশ করতে পারেননি।
দারিদ্রতার পিছুটান তাকে সম্মুখে অগ্রসর হতে দেয়নি। তবে তার কিছু উপন্যাসও আজও তার ডায়েরির পাতাতেই সীমাবদ্ধ রয়েছে। যেমনঃ আত্মসংগ্রাম,ব্যর্থ প্রেমিক, প্রেমের পৃথিবী,জীবনের খেলাঘর ইত্যাদি।
এ পর্যন্ত তার একটি মাত্র উপন্যাস
প্রকাশিত হয় “তৃষ্ণা” জীবনের খরশ্রোতে ভেসে তিনি জীবনকে উপলব্ধি করেছে আর সেই বাস্তবতাকেই তিনি তার লেখনীর মাঝে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন।
তার লেখা ১৫০ টির মত আধুনিক গানও রয়েছে। বর্তমানে সে কাঠমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। তবে সরকারের কিংবা বিত্তবানদের সহযোগিতা পেলে তিনি তার লেখা চালিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন।
সুকুমার মন্ডল এর মোবাইল নাম্বার : ০১৯৩২৬১৯৪৭৩