বাংলাদেশের ক্রিকেটে মান সম্পন্ন একজন লেগ স্পিনারের অভাব শুরু থেকেই। আমিনুল ইসলাম বিপ্লবের আগমনের পর আক্ষেপ কিছুটা কমেছে। তবে পুরোপুরি ভরসা করার মত একজন এখন হয়ে উঠতে পারেননি তিনি। সবার ভরসার জায়গা অর্জনে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রতি ম্যাচেই ভালো করতে চান এই লেগ স্পিনার।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বিপ্লব। এর আগে বুধবার অনুশীলনের ফাঁকে জানালেন, এই টুর্নামেন্টে তার লক্ষ্য প্রতি ম্যাচেই ভালো পারফর্ম করা। তিনি বলেন, অবশ্যই আমার একটা ব্যক্তিগত পরিকল্পনা আছে। অনেক দিন পর টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে। আমি নিজেকে মানিয়ে নিয়ে খেলার জন্য চেষ্টা করবো। প্রতিটা ম্যাচেই ভালো পারফর্ম করার চেষ্টা করবো।
বরিশালের হয়ে এবার মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এর পাশাপাশি তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুবদের নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে তারা। দল নিয়ে সন্তুষ্ট বিপ্লব। তিনি বলেন, আমাদের টিম কম্বিনেশন অনেক ভালো। সাম্প্রতিক সময়ে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই আমাদের স্কোয়াড হয়েছে। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়নের জন্যই যাবো।
দীর্ঘদিন পর টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু হওয়ায় বেশ উচ্ছ্বসিত বিপ্লব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে চান তিনি। তরুণ এই লেগ স্পিনার বলেন, ‘দীর্ঘদিন আমরা টি-টোয়েন্টি অনুশীলনের মধ্যে ছিলাম না। অনেকদিন হল আমাদের টি-টোয়েন্টির ম্যাচ প্রিপারেশন নেই। এখন যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে, নিজেদের প্রমাণ করার ভালো সুযোগ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও ভালো প্রস্তুতি নেয়া যা্বে।