হাজী মনজুরুল আহসান নামের এক ব্যক্তি (৫৯)কে মিথ্যা বলে ২৮/৪, গণকটুলী লেন, থানা- হাজারীবাগ, ঢাকার বাড়ি থেকে ডেকে নেয়। তার নির্মাণাধীন ৩৬/১, গনকটুলী লেন, হাজারীবাগ, ঢাকার ভবনের নীচ তলার একটি কক্ষে মোঃ সোলায়মান ও তার সহযোগী মোঃ রাজু আহমেদ দেশীয় অস্ত্র দা উচিয়ে জীবন নাশের হুমকি দেয় এবং জনতা ব্যাংকের সাত লক্ষ টাকার অচল চেক নিয়ে নেয়। পরবর্তিতে নানা কৌশলে সেই চেক ব্যাংক থেকে ডিজওনার করিয়ে মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করছে। ঐ ব্যক্তির কাছ থেকে ইতিপূর্বে সোলায়মানের নিজ বাড়ি তৈরির জন্য সাইনিং মানি নিয়ে নেয়। বাড়ির কাজ শুরু করলে তাতে বাধা দেয় যাতে সে কাজ সম্পন্ন করতে না পারে। থানাসহ বিভিন্ন আদালতে ঐ ব্যক্তি বিচার দাবি জানিয়েছেন। এমনকি মাননীয় মমতাময়ী প্রধানমন্ত্রীর দফতরেও বিচারের জন্য আবেদন করেছেন। সোলায়মানসহ তিন জনের নামে নন এফ আই আর মামলা করেছেন, যা বর্তমানে বিচার প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি বেশ কয়েক বছর হলেও অদ্যাবধি সমাধান হয়নি।
– খবরঃ এনএনসি