পাটুরিয়ায় ফেরি ঘাটের বেসিনে প্রায় এক মাস ধরে নাব্যতা সংকট ও যানবাহন বৃদ্ধির কারণে গত রোববার বিকেল থেকে বুধবার পর্যন্ত ৪দিন ধরে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঘাট এলাকায় প্রায় ৬শ’ ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের পদ্মা-যমুনা নদীতে দ্রুত পানি হ্রাসের কারণে প্রায় এক মাস আগে পাটুরিয়ার এক নম্বর ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকট দেখা দেয়। ওই ঘাটের বেসিনে নাব্যতা সংকট দেখা দেওয়ায় গত ১৩ আগষ্ট আত্রাই নামের একটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হয়। পরে ৩ নম্বর ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় ২৯ আগস্ট বিষখালী নামের আরেকটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে।
পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকট দেখা দিলে গত ৩০ আগস্ট দুটি ড্রেডার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে। নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে পাটুরিয়ায় ৪টি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হলেও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এ নৌ-রুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় গত কয়েকদিন ধরে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এসময় ফেরি পারাপার হতে ঘাটে আসা ট্রাক চালকদেরকে ফেরি পারাপারের জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে। এ নৌ-রুটে মাত্র ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। যানবাহন পারাপার করা হলেও ফেরিগুলো প্রায় দেড় কিলোমিচার ঘুরে চলাচল করায় আগের চেয়ে আনেক বেশি সময় লাগছে।
এছাড়া, ডুবো চরে আটকে যাওয়ার ভয়ে এ নৌ-রুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ঘাটেই পড়ে থাকতে হচ্ছে।
আরামবাগ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকচালক বারেক উদ্দিন জানান, তিনি গত মঙ্গলবার রাত ৯টার দিকে পটুরিয়া ঘাটে আসেন। যানজটের কারনে বুধবার সকাল ৯টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি। এ রকম প্রায় ৬ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, এ নৌ-রুটে চলাচলরত ফেরিগুলো মেরামতের কয়েকদিন যেতে না যেতেই বারবার বিকল হয়ে পড়ছে। এ কারণে প্রায় সময়ই ২-১টি ফেরি মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকতে হয়।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।