নিউজস্বাধীন বাংলা : গুলিস্তানে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ফরিদ উদ্দিন রুমি ও মিশুক খান মিজানকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
২৩ সেপ্টম্বও ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে বিস্ফোরকসহ নব্য জেএমবি’র ওই ২ সদস্যকে গ্রেফতার করে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট।
গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করলে তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ২টি একে-৭৪ টাইপ খেলনা রাইফেল, ১টি খেলনা পিস্তল, ৩টি রেডি আইইডিসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল।
গ্রেফতারকৃত ফরিদ উদ্দিন রুমি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক এবং মিজান নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র।
