ভারতীয় টেলিভিশন অঙ্গনে বেশ পরিচিত নাম শ্রুতি শর্মা। হালে অবশ্য ‘চমচম’ নাম বেশ জনপ্রিয় হয়েছে। কারণটা অবশ্য সবার জানা। কালার্স টিভিতে চলমান ‘নমক ইশক কা’ সিরিয়ালে তাঁর চরিত্রের নাম ‘চমচম’।
কিন্তু ওই শোতে শ্রুতির চরিত্রের নাম ‘চমচম’ কেন? এ প্রশ্ন ছিল অনেকের মনে। এবার সে ব্যাখ্যা দিলেন অভিনেত্রী নিজেই। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ‘নমক ইশক কা’ সিরিয়ালের প্লট ও তাঁর চরিত্র নিয়ে মুখ খুলেছেন শ্রুতি।
‘চমচম’ চরিত্র নিয়ে শ্রুতির ব্যাখ্যা, ‘এই শোটি এক মেয়ের গল্পকে কেন্দ্র করে, যাকে ক্ষতিকারক ভাবা হয়। শুধু এ কারণে, সে স্থানীয় নৃত্যশিল্পী। এর মানে এই নয় যে সে কারো স্ত্রী বা তার স্বাভাবিক পরিবার থাকতে পারবে না।’