নিউজ স্বাধীন বাংলা: নারায়ণগঞ্জে র্যাব ১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে ২৭ জুন ২০১৯ রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর হাজী মোতালেব খান সুপার মার্কেটে “দি স্কয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে’ রোগী দেখার সময় ভুয়া ডাক্তার গোলাম জাকারিয়া (৪০), পিতা- গাউসুল হক’কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাঃ এম.এইচ. জাকারিয়া এমবিবিএস, এফসিজিপি (এফ মেডিসিন) পিজিটি যৌন এর্লাজি পিজিটি (মেডিসিন ও শিশু) মেডিক্যাল অফিসার (ভি-নিট), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এক্স বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা নামীয় বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড ও রোগী দেখার প্রেসক্রিপশন প্যাড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গোলাম জাকারিয়া এর বাড়ি গাইবান্ধা জেলার কালিরখামার এলাকায়। সে দীর্ঘদিন নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে নিজের প্রতিষ্ঠান “দি স্কয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে’ নিয়মিত রোগী দেখে আসছে। সে তার নামের পাশে ডাক্তারী ডিগ্রী হিসেবে, নিজেকে ডাঃ এম.এইচ. জাকারিয়া এমবিবিএস, এফসিজিপি (এফ মেডিসিন) পজিটিভ যৌন এর্লাজী পিজিটি (মেডিসিন ও শিশু) মেডিকেল অফিসার (ভি-নিট), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, সিসিডি বারডেম জেনারেল হাসপাতাল নামে নিজস্ব প্যাডে প্রেসক্রিপশন ফরমে উলেখ করেছে। র্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার এমবিবিএস ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে সে কোন এমবিবিএস ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদ সে আরো জানায় স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করেছে। সে দীর্ঘদিন যাবৎ নিজেকে এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে আসছে এবং ঘণউঞঈ ঐঊঅখঞঐ ্ ঊফঁপধঃরড়হ ড়ৎমধহরুধঃরড়হ এর নামে ০২ (দুই) বছর মেয়াদী উরঢ়ষড়সধ রহ ঘঁৎংরহম (উওঘ) কোর্স পরিচালনা করে আসছে যাতে সে একজন ঈড়ঁৎংব পড়-ড়ৎফরহধঃড়ৎ। তাছাড়াও কোন প্রকার সরকারী অনুমোদন না নিয়ে “দি স্কয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ এর এমডি হিসেবে পরিচালনা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মামলা রুজু করা হয়েছে।