নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। নওগাঁ-৬ আত্রাই-রানীনগর সংসদীয় আসনের উপ-নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার সকাল ৯টা থেকে। ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৫টায়।
উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, আওয়ামী লীগ প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হেলাল নৌকা মার্কা প্রতীকে ১ লাখ ৫ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৬০৫ ভোট। নির্বাচনে অপর প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত খন্দকার ইন্তেখাব আলম রুবেল পেয়েছেন ১ হাজার ৮১৬ ভোট।
গত ২৮ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।