গত ১৩ জানুয়ারি রাজধানীর গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে ছিনতাইকারির কবলে পড়ে পারভীন বেগম নামের এক মহিলা তার শুধু কানের স্বর্ণের দুলই নয়; তার কানের নিম্নাংশ চিরদিনের জন্য হারিয়ে ফেলেন। এতে মহিলার অবস্থা শঙ্কটাপন্ন হয়। অনতিবিলম্বে ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানুজ্জামানের হাতে ছিনতাইকারি ধৃত হয় এবং ডিসি ট্রাফিক মতিঝিল ওয়াহিদুল ইসলামের বক্সের ভিতরেই ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা না পেলে মহিলার অবস্থা আরো গুরুতর হওয়ার আশঙ্কা ছিল। ট্রাফিক পুলিশের প্রশংসনীয় পদক্ষেপে জনমনে যতটা না প্রশান্তি বিরাজ করছে তারচে’ বেশি আশঙ্কা করছে- স্বর্ণালঙ্কার পরে মহিলাদের যাতায়াতের নিরাপত্তা নিয়ে।
-বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আবুল কালাম আজাদের পোষ্ট থেকে এনএনসি কর্তৃক সংগ্রহিত