পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা বেনজুকে গুনীজন সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার উদ্যোগে ১৬ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বক্তারা আরো বলেন, রোখসানা বেনজু একাধারে একজন সঙ্গীত শিল্পী ও সংস্কৃতজন। ছেলেবেলা থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে ঋদ্ধ যার জীবনবোধ। ছাত্রজীবন থেকেই রেডিও টেলিভিশনের নিয়মিত শিল্পী ছিলেন রোখসানা বেনজু। বরগুনার সাংস্কৃতিক অঙ্গণে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান।
রোখসানা বেনজুর পিতা মরহুম এডভোকেট বেলায়েত হোসেন মাতা শাহানা বেলায়েত। ৫ ভাইবোনের মধ্যে তিনি ২য়। তার একমাত্র ভাই মো. লিয়াকত হোসেন জুয়েল বরিশাল শিক্ষা বোর্ডের ইন্সপেক্টর হিসেবে কর্মরত। তার বড় মামা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা শিকদার মো. ফারুক, ছোট মামা মো. গোলাম কিবরিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান, সেঝ মামা কবির সিকদার কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পারিবারিক জীবনে রোখসানা বেনজু ২ ছেলে ও ১ মেয়ের মা।
বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্বদ্যিালয়ে আইন বিষয়ে লেখাপড়া করেন রোখসানা বেনজু। নবম বিজেএস-এ উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি।
চাকরি জীবনে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে ২০১৪ সালে শরিয়তপুর জেলার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বন্দরনগরী চট্টগ্রামের প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজের দায়িত্বপালন করেন। এরপরেই সবুজ পাহাড় আর নৈস্বর্গিক সৌন্দর্যর আধার খাগড়াছড়ি জেলার প্রথম নারী জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্বপালন করেন তিনি।
বর্তমানে পটুয়াখালী জেলার প্রথম নারী জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন রোখসানা বেনজু।
বিচার বিভাগীয় চাকরির পাশাপাশি বরগুনা জেলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের সাথে নিয়মিত যোগাযোগ রেখে এসেছেন রোখসানা বেনজু। বরগুনার অসংখ্য দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি নিভৃতে নিরবে।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ বলেন, যে সমাজে গুনীজনদের সমাদর যত বেশি সেই সমাজ চিন্তা-চেতনা ও সুকুমারবৃত্তিতেও ততটাই উন্নত। গুনীজনদের সম্মাননা জানানো এবং সমাজের সকলে মিলে গুনীজনদের প্রেরণা যোগানোর তাগিদ থেকেই নারী জাগরণের একজন অগ্রপথিক রোখসানা বেনজুকে আজকের এ সম্মাননা। একজন রোখসানা বেনজুর পদাঙ্ক অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবে বরগুনার তরুণ প্রজন্ম এমনটাই প্রত্যাশা সম্মিলিত সামাজিক আন্দোলন, বরগুনা জেলা শাখার।