যে তৃষ্ণায় কেউ প্রেমিক হয়
যে তৃষ্ণায় কেউ বিদ্রোহী হয়
যে তৃষ্ণায় কেউ খুনী হয় কিংবা খুনীর হাতেই সঁপে দেয় নিজেকে
সেদিন সে তৃষ্ণাই জেগেছিল প্রতিটি বাঙালির বুকে… এক স্বপ্ন পূরণের তৃষ্ণা
মা’কে মন উজার করে মা বলার তৃষ্ণা।
দিস্তায় দিস্তায় সাদা কাগজে ভালোবাসার গল্প লেখার তৃষ্ণা
প্রেয়সীর খোঁপায় বর্ণমালার মালা গুঁজে দেবার তৃষ্ণা
মায়ের কোলে শুয়ে ঘুম পাড়ানি গান শুনার তৃষ্ণা।
সেই তৃষ্ণা মেটাতেই তারা নেমেছিল রাজপথে…
পাকিস্তানিদের এলোপাথাড়ি গুলিতে তাদের মিছিলে ফুটেছিল শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া।
রক্তের ঢেউয়ে শ্লোগানে শ্লোগানে রাজপথ বেসামাল।
বুকে গুলি খুলিতে গুলি মৃত দেহের ভেতর নতুন তাজা প্রাণ…
সেই একই দাবি “রাষ্ট্রভাষা বাংলা চাই ” দাবি পূরণ হলো
মায়ের ভাষা ফিরে পেলো কেউ কেউ রাজপথেই ঘুমিয়ে গেলো।
কিন্তু শহিদের নিদ্রা তো চিরনিদ্রা নয় যেখানে অনাচার সেখানেই তারা জেগে উঠে,
জেগে উঠে, জেগে উঠে… প্রচণ্ড তৃষ্ণা নিয়ে।
১৮ ফেব্রুয়ারি ২০২১ রাতঃ- ১২ঃ৩৫ কুমিল্লা
কবি পরিচিতি (সংক্ষিপ্ত)
আরেফিন শিমুল জন্ম;- ১৬ অক্টোবর গাজীপুর জেলার কালীগঞ্জ থানায়।পড়াশোনাঃ- রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স বেশ অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থ আছে। নীলপদ্মের জল তিয়াসা তাঁর একক কাব্যগ্রন্থ।