তুমি এসো মোর কাছে মেঘপুঞ্জ ভেদ করে
সকল দ্বিধা-দ্বন্দ্ব ভেঙে উচ্ছ্বসিত স্বরে।
তুমি এসো মোর কাছে সন্ন্যাসীর বেশে
রক্তভেজা পথ পেরিয়ে এসো উষ্ণ ভালোবেসে।
তুমি এসো মোর কাছে সমাজের মানবিক মূর্তি ভেঙে
সাত সাগর তের নদী পেরিয়ে ভালবাসার রঙে রঙে।
তুমি এসো গো মোর কাছে, ফাগুনের বেশে
উষ্ণ অভ্যর্থনা জানাবো তোমায় মিষ্টি হাসি হেসে।
তুমি এসো মোর কাছে রহস্যময় অচেনা গুঞ্জন পেরিয়ে
তোমার নয়ন আমার নয়ন দেব আপন করিয়ে..!
তুমি এসো মোর কাছে ভূমিকম্পের কাঁপন হয়ে
বুক দুরু দুরু করবে, তখন থাকবে তুমি হৃদয়ে।
তুমি এসো মোর কাছে আমার মৃত্যুর বার্তা নিয়ে
তবুও তুমি আমারই রবে আশায় থাকবো তাকিয়ে।
তুমি এসো গো বন্ধু খুব সঙ্গোপনে
ভালবেসে রাখব তোমায় আমার এই মনে, জনম জনমে..!!