৩ ফেব্রুয়ারি ঢাকা জেলার দোহার উপজেলায়, বিএডিসির অনুকূলে অধিগ্রহনকৃত জয়পাড়া মৌজার সিএস ও এসএ ১০৮০, আরএস ৩৬১৮ নং দাগের ০.১৬৫০ একর ভূমির অবৈধ দখলদারগনের পাকা/কাঁচা/আধাপাকা প্রায় ৩০ টি দোকন ঘর ভেঙ্গে উচ্ছেদ করে বিএডিসির প্রতিনিধি জনাব মেজবাহ উদ্দিন আহম্মেদ যুগ্ম পরিচালক (সার) ও জনাব শাহাদাত হোসেন মজুরমদার প্রশাসনিক কমকর্তা এর নিকট (বিএডিসির সাইন বোড স্থাপনাসহ) বুঝিয়ে দেওয়ান হয়েছে। অভিযান পরিচালনা করেন জনাব জ্যোতি বিকাশ চন্দ্র সহকারি কমিশানার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোহার। অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ। -NNC
