জয়পুরহাট শহরে দুই যুবককে আটক করা হয়েছে; যারা ‘চরমপন্থী’ দলের সদস্য বলে জানিয়েছে র্যাব।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান,
শনিবার ভোরে শান্তি নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- জয়পুরহাট পৌর শহরের সাহেবপাড়া স্বপন কুমার দাসের ছেলে সেবা কুমার দাস (৩৫) ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে রাব্বী হাসান (২৪)।
মোহাইমেনুর বলেন, আটকরা সন্ত্রাসী চরমপন্থী কাদামাটি দলের সক্রিয় সদস্য ছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে তার দলের অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে অবস্থানের খবরে অভিযান চালিয়ে তাকে আটক এবং
পরে তার কাছ থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
আটকদের মধ্যে সেবা দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই অস্ত্রসহ প্রায় দশটি মামলা রয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।