জনি আর সারা দু’জন দুজনকে ভালোবাসে। জনির মতে সারা হল তার লাকি চার্ম। তাই তারা নিয়ম করে রোজ একবার দেখা করে। কিন্তু এই দেখা দেখিতেই বাঁধ সাধল লকডাউন। বাসা থেকে বের হওয়া বন্ধ।
এর মাঝেই আসে জনির জন্মদিন। তাই তার সঙ্গে সারা দেখা করবেই। কিন্তু লকডাউনের এই সময়ে বাইরে দেখা করা ঠিক হবে না, তাই সে জনির বাসায় আসবে। একথা শুনেই জনির মাথায় আসে দজ্জাল বাড়িওয়ালা দিদারের কথা।
যাই হোক, জনির বাসায় জন্মদিনে কেক কাটার আয়োজন করা হয়। মোমবাতিতে ফুঁ দেওয়ার আগে জনির কানে আসে হইচইয়ের শব্দ। জনির বন্ধু নিচে গিয়ে দেখে, গলির দুই দিকেই বাঁশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানতে পারে, এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এলাকাতে কেউ ঢুকতে ও বের হতে পারবে না।
এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘লকডাউন প্রেম’। মুনতাহা বৃত্তার রচনায় এটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। আর নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। আরও আছেন চাষী আলম, সিয়াম নাসিরসহ অনেকেই।
নির্মাতা রাইসুল তমাল জানান, ‘লকডাউন প্রেম’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে আরটিভিতে।